তারুণ্যের সরাইল সংগঠন,, এটি একটি মানবিক সংগঠন।
সংগঠন'টির সুচনা হয়, ৩/৭/২২ এ।
এই সংগঠন'টি এতদিন যাবত নিঃস্বার্থভাবে অসহায় হতদরিদ্র গরিব'দের হয়ে কাজ করে যাচ্ছে। সংগঠন এর প্রত্যেকটি সদস্য অনেক কষ্ট এবং অনেক সময় ব্যায় করে এই সংগঠন এর জন্য।
এই সংগঠন এর মাধ্যমে ইতিমধ্যে অনেক মানুষ নতুন করে বাঁচার আগ্রহ পেয়েছে, তারা তাদের অধিকার পেয়েছে, সংগঠনের সদস্যদের মূল উদ্দেশ্য হলো দরিদ্র কর্মহীন'দের কর্ম ব্যাবস্তা করে দেওয়া।
এরকম সংগঠন প্রত্যেক জেলা'উপজেলায় গড়ে উঠা প্রয়োজন তাহলে এলাকার অধিকার বিচ্ছিন্ন অসহায় দরিদ্র মানুষ"রা নতুন করে বাঁচার আগ্রহ পাবে।
No comments:
Post a Comment