বয়স!
বয়স বেড়ে গেল
আনন্দ হারিয়ে গেলো
অবশেষে বন্ধ ঘরে অন্ধকার সঙ্গী হলো
শুভাকাঙ্ক্ষী'রা খোঁজ নেওয়া বন্ধ করে দিলো
আমার তিন'টে সন্তান ছিলো,তারাও ভুলে গেল
আজ আমি অবহেলার পাত্র, কেও বলে অন্ধ, কেও করে ব্যঙ্গ। আজ আমি অসুস্থ, ছেলেরা আমার খুবই ব্যস্ত, তারা আমায় অবহেলা করলেও,তারাই আমার কাছে শ্রেষ্ঠ, কারণ ছেলেগুলো যে আমার বরই শখের। আজ আমি বৃদ্ধ, মরণ হলে তবেই মুক্ত।
- লেখা হানিফ
No comments:
Post a Comment