Sunday, April 2, 2023

অসহায় দরিদ্রদের সংগঠন,, তারুণ্যের সরাইল

তারুণ্যের সরাইল সংগঠন,, এটি একটি মানবিক সংগঠন। 


সংগঠন'টির সুচনা হয়, ৩/৭/২২ এ।


এই সংগঠন'টি এতদিন যাবত নিঃস্বার্থভাবে অসহায় হতদরিদ্র গরিব'দের হয়ে কাজ করে যাচ্ছে। সংগঠন এর প্রত্যেকটি সদস্য অনেক কষ্ট এবং অনেক সময় ব্যায় করে এই সংগঠন এর জন্য। 


এই সংগঠন এর মাধ্যমে ইতিমধ্যে অনেক মানুষ নতুন করে বাঁচার আগ্রহ পেয়েছে, তারা তাদের অধিকার পেয়েছে, সংগঠনের সদস্যদের মূল উদ্দেশ্য হলো দরিদ্র কর্মহীন'দের কর্ম ব্যাবস্তা করে দেওয়া। 



এরকম সংগঠন প্রত্যেক জেলা'উপজেলায় গড়ে উঠা প্রয়োজন তাহলে এলাকার অধিকার বিচ্ছিন্ন অসহায় দরিদ্র মানুষ"রা নতুন করে বাঁচার আগ্রহ পাবে। 

কবিতা"বয়স


 বয়স!


বয়স বেড়ে গেল

আনন্দ হারিয়ে গেলো 

অবশেষে বন্ধ ঘরে অন্ধকার সঙ্গী হলো

শুভাকাঙ্ক্ষী'রা খোঁজ নেওয়া বন্ধ করে দিলো

আমার তিন'টে সন্তান ছিলো,তারাও ভুলে গেল

আজ আমি অবহেলার পাত্র, কেও বলে অন্ধ, কেও করে ব্যঙ্গ। আজ আমি অসুস্থ, ছেলেরা আমার খুবই ব্যস্ত, তারা আমায় অবহেলা করলেও,তারাই আমার কাছে শ্রেষ্ঠ, কারণ ছেলেগুলো যে আমার বরই শখের। আজ আমি বৃদ্ধ, মরণ হলে তবেই মুক্ত। 


- লেখা হানিফ


সে এক চলমান মহাবিশ্ব!  নারীদের প্রতি এক শ্রদ্ধার্ঘ্য। লেখিকা: সাদিয়া সুলতানা ইকরা . পৃথিবীর প্রতিটি কোণে — কায়রোর রৌদ্রদগ্ধ রাস্তায় থেকে শুর...